বৃহস্পতিবার, জানুয়ারি ১৩, ২০২২




উদাহরণ হবে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: সিইসি

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্টার:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আমি আশা করি উদাহরণ হিসেবে সৃষ্টি হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। পরবর্তী যে নির্বাচনগুলো হবে সেখানে এই নির্বাচন প্রভাব ফেলবে।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পরে এখান থেকে আমাদের ডিসি চলে যাবেন। এসপি সাহেবও হয়তো পদোন্নতি নিয়ে চলে যাবেন। তারা কিন্তু এখানে শেষ নির্বাচন দেখে চলে যাবেন। এরপর কিন্তু তারা আর কোনো নির্বাচন দেখার সুযোগ পাবেন না। তারা সুষ্ঠু পরিবেশে নির্বাচন পরিচালনা করবেন বলে বিশ্বাস করি।

সিইসি বলেন, ভোট গণনা শেষে ফল ঘোষণার পর অনেকে বিশৃঙ্খলার চেষ্টা করে। এ বিষয়ে খেয়াল রাখতে হবে। যেহেতু নারায়ণগঞ্জ সিটি ছোট একটি জায়গা। আমি বিশ্বাস করি এজাতীয় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারবেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, নারায়ণগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আকার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − twelve =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর