মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২০




র‌্যাব-১১’র অভিযানে ৫ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিদিন :

গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ নভেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিএসসি এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন রূপসী সড়কে চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে ০৫ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ সোহান (২০), ২। মোঃ রানা মিয়া (২৩), ৩। খোরশেদ আলম (৪৫), ৪। মোঃ ফয়সাল মিয়া (১৯) ও ৫। মোঃ লিয়ন ইসলাম (১৯)। এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির সর্বমোট নগদ ৬,০০০/- টাকা ও ২২টি চাঁদা আদায়ের রশিদ জব্দ করা হয়। উপস্থিত সাক্ষী ও ট্রাক চালকদের জিজ্ঞাসাবাদ এবং প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন রূপসী সড়কে চলাচলরত ট্রাক চালক ও হেলপারদেরদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক ট্রাক প্রতি দৈনিক ৫০/- থেকে ১০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। রূপগঞ্জ থানাধীন রূপসী সড়কে চলাচলরত ট্রাক থামিয়ে চাঁদা আদায়কালে চাঁদাবাজির নগদ ৬,০০০/-টাকা উদ্ধারসহ উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য ১। মোঃ সোহান (২০), ২। মোঃ রানা মিয়া (২৩), ৩। খোরশেদ আলম (৪৫), ৪। মোঃ ফয়সাল মিয়া (১৯) ও ৫। মোঃ লিয়ন ইসলাম (১৯)’দের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে পলাতক আসামীদের পরষ্পর যোগসাজশে অবৈধভাবে রূপগঞ্জ থানাধীন রূপসী সড়কে চলাচলরত ট্রাক চালকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের অত্যাচারে ট্রাক চালকরা অতিষ্ঠ। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর