নারায়ণগঞ্জ প্রতিদিন:
প্রচন্ড তাপদাহ উপেক্ষা করে নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গবন্দ এলাকায় ব্রম্মপুত্র নদীতে মহাঅষ্টমী স্নানোৎসবে দেশ বিদেশের লক্ষ লক্ষ পূর্নারথীদের ঢল। গতকাল সোমবার বিকেল ৪.২২ মিনিট থেকে লগ্ন শুরু হয়ে আজ মঙ্গলবার সন্ধ্যার আগে শেষ হবে সনাতন ধর্মের এ স্নানোৎসব। স্নানোৎসবের মাধ্যমে ভক্তদের সকল পাপাচার ধূয়ে মুছে যাবে এমনটাই মনে করেন দূরদূরান্ত থেকে আগত পূর্নারথীরা। এদিকে পূর্নাথীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ নেয়া হয়েছে নানা ধরনের কার্যক্রম। তবে এবছর গতবারের তুলনায় তাপমাত্রা বেশি হওয়ায় পূর্নারথীরা কোনো রকম স্নান করে দ্রুত চলে যেতে দেখা গেছে ।
Leave a Reply