বৃহস্পতিবার, মার্চ ৩১, ২০২২




আড়াইহাজারে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন, আটক-৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মেঘনা নদীর বিশনন্দী ফেরী ঘাটএলাকায় রাতের আধারে অবৈধ ভাবে ড্রেজার দ্বারা বালু উত্তোলনকালে ৪ জনকে গ্রেফতার করেছে খাগকান্দা নৌ ফাঁড়ি পুলিশ।আটক করা হয়েছে ব্যবহৃত ড্রেজার ও একটি বাল্কহেড । মঙ্গলবারদিবাগত রাতে এ ঘটনা ঘটার পর খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জগোলাম মোর্শেদ তালুকদার বাদী হয়ে থানায় মামলা রজু করেন।বিশনন্দী ফেরী ঘাটের ইজারাদার মাহাবুব হোসেনসহ ৬ জনেরনামে।জানা গেছে, বিশনন্দী ফেরীঘাটের ইজারাদার মাহাবুব হোসেনকালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মকবুলহোসেন বকুল ড্রেজার দ্বারা প্রতিদিন রাত ৯টা থেকে ভোরপর্যন্ত অবৈধ ভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। তাদের এ কাজেবাধা দিলেই প্রভাবশালী মাহাবুব হোসেন রাজনৈতিক প্রভাবখাটিয়ে নানা ভাবে হুমকী ধমকী প্রদর্শণ করে। তার এ বালুউত্তোলনের ফলে হুমকীর মুখে পড়েছে মাত্র ২০০ গজ দূরে অবস্থিতবাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ইনস্টিটিউট ( বারটান) নামেএকটি মেগা প্রকল্প। খাগকান্দা নৌ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোর্শেদ তালুকদারজানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতের বেলা অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় হাতে নাতে ৪ জনকে গ্রেফতার ওউল্লেখিত মালামাল ও যন্ত্রপাতি আটক করা হয়। আটককৃতরা হচ্ছেমাসুদ হাওলাদার, রফিক হাওলাদার,জাকির হোসেন ও তরিকুল ইসলাম।জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে মায়ের দোয়া নামে একটিলোডিং ড্রেজার ও জাবেলা নূর নামে একটি বাল্কহেড । এ সময়অভিযুক্ত মাহাবুব হোসেন ও মকবুল হোসেন বকুল কৌশলে
পালিয়ে যায়। এ ব্যপারে অভিযুক্ত বকুল জানান, আমি বালুউত্তোলনের সাথে জড়িত নই মাহাবুব আমার বাল্কহেড ভাড়ানিয়েছে। গ্রেফতারকৃতদেরকে মঙ্গলবার দিবাগতরাত ১২ টায় গ্রেফতার করাহলেও প্রায় ৩৪ ঘন্টা আটক রেখে বৃহষ্পতিবার সকাল ১০টায়তাদের আদালতে চালান করা হয়। এ ব্যপারে খাগকান্দা নৌ ফাঁড়িরইনচার্জ গোলাম মোশের্দ জানান, আসামীদের নাম ঠিকানাযাচাই বাছাই, মামলার এজাহার লিখা এবং তাদের দিয়ে পলাতকআসামীদের গ্রেফতারের অভিযানের কারনে বৃহস্পতিবার তাদেরকোর্টে চালান দেওয়া হয়েছে। তিনি আরো জানান, পলাতকআসামীদের গ্রেফতারের জোড় প্রচেষ্টা চলছে

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 10 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর