নারায়ণগঞ্জের আড়াইহাজার দলিল লিখক সমিতির কোষাধ্যক্ষ ইয়াছিন ভুইয়া (লিকু) কে সাব রেজিষ্টারের স্বাক্ষর জাল করার অপরাধে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জানা যায় সোমবার একটি দলিলে সাব রেজিষ্টারের সাক্ষরের জায়গায় দলিল লিখক ইয়াছিন ভুইয়া (লিকু) নিজেই সাক্ষর জাল করে দলিল সম্পাদন করেছেন। ব্যপারটি আড়াইহাজারের সাব রেজিষ্টার বজলুর রহমানের নজরে আসলে তাকে সতর্ক করে দিয়ে সাময়িক ভাবে বরখাস্ত করেন।
বহিস্কারের বিষয়টি স্বীকার করে আড়াইহাজারের সাব-রেজিস্টার বজলুর রহমান বলেন, তার অপরাধের কারনে তাকে মৌখিক ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে ।
Leave a Reply