নারায়ণগঞ্জ প্রতিদিনঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পানিতে ডুবে নোহা আক্তার নামের তিন বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সোনারগাঁও রয়েল রিসোর্টের বিপরীত পাশের দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত নোহা আক্তার উপজেলার ইলিয়াস হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু নোহা আক্তারদের বাড়ির পাশেই দিঘিটি অবস্থিত। আজ সকালে দিঘির পাড়ে শিশুটি খেলছিল। এক পর্যায়ে সে দিঘিতে পড়ে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে দুপুরে দিঘি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
Leave a Reply