নিজস্ব সংবাদদাতা:
করোনার কারনে টানা দুই বছর পর সারাদেশের ন্যায় বাংলদেশ জমঈয়তে আহলে হাদিস কেন্দ্রীয় বংশাল জামে মসজিদ কমিটির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে হাজার হাজার মুসুল্লিদের অংশগ্রহনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রায় একশ বছর যাবত এ ঈদগাহ মাঠে মুসুল্লিরা নামাজ আদায় করে আনছেন।
মুসুল্লিরা এবার ঈদুল ফিতরের নামাজ ঈদগহ মাঠে আদায় করতে পেরে আনন্দিত এবং উচ্ছাসিত হয়েছেন। নামাজ শেষে মুসুল্লিরা সারা বিশে^র মুসলিম উম্মাহর জন্য দেয়া কামনা করেছেন। এবং নিজেদের সুখ-দু:খের কথা একে অপরের সাথে ভাগভাগী করে নিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে বাংলাদেশ জমঈতে আহলে হাদীসের প্রধান ঈদুল ফিতরের নামাজ সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন বংশাল বড় মসজিদের ইমাম ও খতিব শাইখ মোস্তফা বিন বাহাউদ্দিন আস সালাফি।
Leave a Reply