নারায়ণগঞ্জ প্রতিদিন:
জননন্দিত টিভি চ্যানেল মাই টিভির ১৩ বছরে পদার্পন এবং ঈদুল ফিতর উপলক্ষ্যে নারায়ণগঞ্জে ঈদ সামগ্রী বিতন করা হয়েছে।
রোববার দুপুরে সদর উপজেলার পিটিআই রোড সংলগ্ন মাই টিভির প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের বাস ভবনে এ ঈদ সামগ্রী অসহায়দের হাতে তুলে দেয়া হয়। এসময় মাই টিভির সুযোগ্য চেয়রম্যান ও ব্যবস্থাপনা পারিচালক নাসির উদ্দিন সাথী ও মাই টিভি পরিবারের জন্য বিশেষ দোয়া করা হয়।
আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও মাওলানা মাকসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফতুল্লা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা মো: আরিফ, তাতীলীগ নেতা মো: সালাম, ব্যবসায়ী বাদশা মিয়া ও মাসুম বিল্লাহ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত হয়ে মাই টিভির এ উদ্যোগগে সাধুবাদ জানান।
Leave a Reply