সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০২১




রূপগঞ্জে বেপরোয়া পরিবহন চাঁদাবাজরা

নারায়ানগঞ্জ প্রতিদিনঃ

রূপগঞ্জের গোলাকান্দাইল বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযানের মাঝেও বেপরোয়া হয়ে উঠেছে পরিবহন চাঁদাবাজরা। একাধিত চাঁদাবাজচক্র বিভিন্ন নেতাদের শেল্টারে বাস চলাচলে বাধাদান করে আদায় করছে চাঁদা। এমন অভিযোগ পরিবহন চালকদের।

চালকদের অভিযোগ চাঁদাবাজরা রাস্তায় ব্যারিকেড দিয়ে বাস থামিয়ে প্রকাশ্যেই চাঁদা আদায় করছে। কেউ চাঁদার টাকা নিচ্ছে ২০ টাকা কেউ নিচ্ছে ৮০ টাকা আবার কেউ নিচ্ছে ১৫০টাকা করে। প্রশাসনের নাকের ডগায় চলছে এসব চাঁদাবাজির ঘটনা।

এক বাস চালক নাম না প্রকাশের শর্তে জানান, আমরা প্রশাসনকে বলেও কোনো লাভ হয় না। চাঁদার টাকা দিয়েই গাড়ি চালাতে হয়। আর চাঁদার টাকা না দিলে পুলিশ দিয়ে গাড়ি রেকারিং করে নেয়। পরে রেকার বিল দিয়ে আমাদের গাড়ি চালাতে হয়। ফলে গাড়ির চালকরা মুখ খুলতে সাহস পাচ্ছে না।

অপর একটি সূত্র জানায়, আদায়কৃত চাঁদার টাকায় গোপনে পকেট ভারী হয় পুলিশ, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ।

এ বিষয়ে ভূলতা হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই সালাউদ্দিন) বলেন, রাস্তায় কেউ চাঁদাবাজি করতে পারবে না। তবে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবো।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর