বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৯, ২০২১




জামিন পেলেন গিয়াসউদ্দিন ও তার ছেলে জিএম সাদরিল

নারায়াণগঞ্জ প্রতিদিনঃ

সিদ্ধিরগঞ্জে হেফাজতের সহিংসতায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন। একই সাথে জামিন পেয়েছেন তার ছেলে পাঁচ নং ওয়ার্ড কাউন্সিলর জিএম সাদরিলসহ আরও ১২ জন।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিতে হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি এবং মো. রিয়াজ উদ্দিন খানের দ্বৈত ব্রাঞ্চ আগামী ৬ সপ্তাহের জন্য তাদের জামিন মঞ্জুর করেন। এবং এই সময়ের মধ্যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের আত্মসমর্পণ করার নির্দেশ দেন আদালত।

জামিনপ্রাপ্ত অন্যান্যরা হলেন, মো. আকরাম, সালাউদ্দিন, মাইনুদ্দিন, ইমাম হোসেন বাদল, জুয়েল রানা প্রমূখ।

সূত্র জানায়, সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিন ইতোপূর্বে ৪১টি মামলায় জামিন নিয়েছেন। এদিন তিনি তার বিরুদ্ধে দায়ের করা ৪২ তম মামলায় জামিন নেন। চলতি বছরের ২৮ মার্চ সিদ্ধিরগঞ্জে হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের করা মামলার ১৬৫ দিন পর তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেন। এতদিন তিনি এই মামলায় পলাতক ছিলেন।

এদিকে গিয়াসউদ্দিনের বড় বোন এবং স্ত্রী মৃত্যুবরণ করলেও মামলার কারণে তাদের শেষ দেখাটিও তিনি দেখতে পারেননি জানিয়ে বলেন, মামলাটি পুরোপুরি হয়রানিমূলক। ওই ঘটনার সাথে আমাদের কোনো সম্পৃক্ততাই ছিলো না। তারপরও আমরা দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছি। মহামান্য হাইকোর্ট আমাদের আগাম জামিন মঞ্জুর করেছেন। আল্লাহর দরবারে হাজারও শুকরিয়া। এই হয়রানির বিচার আল্লাহ একদিন করবেন। শেষ বিচারের মালিক তিনি। এর বেশি কিছু বলার নেই।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর