নারায়ণগঞ্জ প্রতিদিন :
সরকার দুই দফা দাম নির্ধারণ করে দেওয়ার পরও নারায়ণগঞ্জে আলুর এবং পেয়াজের দাম এখনও কমেনি। নারয়ণগঞ্জে সকাল থেকে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে আলুর দাম ৪৫ থেকে ৫০ টাকা এবং পিয়াজের দাম ৮৫ থেকে ৯০ টাকা। বাজারে আলু এবং পিয়াজ ছারা্ও সকল প্রকার সবজির দাম্ও বেশি. এতে করে মধ্যবিত্ত এবং নিম্নশ্রেনির মানুষদের এসব সামগ্রি কেনা অসম্ভব হয়ে পরেছে. ভোক্তারা বলছে এভাবে যদি আলু ও পেয়াজের এবং অন্যান্য সবজির দাম যদি বারতে থাকে তাহলে আমরা না খেয়ে মারা যাব। এজন্য সরকার এর দরকার যারা দাম বারাচ্ছে তাদের খুব শিগ্রই আইনের আ্উওতায় আনা.সচেতন মহল বলছে এখন আলুর দাম হাফ সেঞ্চুরি এবং পিয়জের দাম সেঞ্চুরি আর বিশেষ ভাবে মরিচের দাম তো ডাবল সেঞ্চুরি। এজন্য সরকার এর প্রয়োজন দাম বারানোর পিছনে যেসকল অসাধু ব্যাবসাইদের হাত রয়েছে তাদের কে কঠর ভাবে দমন করা উচিত.এইদিকে প্রশাসক বলছে যারা এই অসাধু চক্রের পিছনে রয়েছে তাদের খুব দ্রুত আইনের আ্ওতায় আনা হবে।
Leave a Reply