সোমবার, ডিসেম্বর ২৮, ২০১৫




রংপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবীতে বিএমএসএফ’র মানববন্ধব ও স্মারকলিপি

পটুয়াখালী প্রতিনিধি,নারায়ণগঞ্জ প্রতিদিন ডট কম ঃ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম রংপুর জেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক মশিউর রহমান উৎসকে দুবর্ৃৃত্ত কর্তৃক হত্যার ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রবিবার বেলা ১১ টায় মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, ও স্মারকলিপি প্রদান করেছেন বিএমএসএফ’র পটুয়াখালী জেলা ও দুমকি উপজেলা শাখা ।
পটুয়াখালীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে কেন্দ্রীয় সহসভাপতি ও জেলা সভাপতি আবুল হোসেন তালুকদারের সভাপতিত্বে সমাবেশের আয়োজন করা হয়। দুমকিতে কালো ব্যাচ ধারন করে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান ও বিকালে সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা শাখার সভাপতি এম আমির হোসাইন’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মোঃ মজিবর রহমান, মোঃ জসিম উদ্দিন সুমন, আবদুল মজিদ খান, মোঃ জামাল হোসেন, ডা.নাইনূর রহমান জয়, সাইফুল ইসলাম শুভ, মোঃ জসিম উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,সাংবাদিক উৎস রহমানের অকাল মৃত্যুতে তার দেড় বছর বয়সের একমাত্র কন্যা সন্তানসহ পরিবারটি সন্ত্রাসী গ্রুপের ভয়ে বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন । অসহায় এ পরিবারটির নিরাপত্তাসহ হত্যা কান্ডে জড়িতদের গ্রেফতার করে সুষ্ঠু তদন্তপূর্বক দ্রুত বিচার আইনের আওতায় বিচার সম্পন্ন করার পাশাপাশি দেশের সকল সাংবাদিকদের ওপর নির্যাতন ও হামলা বন্ধের দাবী জানান বক্তারা। উল্লেখ্য গত ২৩ ডিসেম¦র রাত ৯টার দিকে উৎস রহমান তার কর্মস্থল থেকে মোটর সাইকেলযোগে বাসায় ফেরার পথে দূস্কৃতিকারীরা তাকে গাছের সাথে রশি দিয়ে বেঁধে নৃংশসভাবে কুপিয়ে হত্যা করে। পুলিশ পরদিন সকালে তাঁর মরদেহ রংপুর ধান গবেষণা ইনষ্টিটিউট এলাকা থেকে উদ্ধার করে।

Spread the love
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 5 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর