নারায়ণগঞ্জ প্রতিদিন: ইসলামী আন্দোলন বাংলাদেশ’র নায়েবে আমীর (শায়েখ চরমোনাই) মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগের বিতর্কিত কোনো নির্বাচনে ইসলামী আন্দোলনে অংশগ্রহন করে নাই। কেউ যদি বলে ইসলামী আন্দোলন ফ্যাসিস্টদের সহযোগী ছিলো, আমি বলবো এটা আপনাদের তক্বের ভুল। আপনাদের দ্বিতীয়বার পর্যালোচনা করার দাবি করেন তিনি।
শনিবার (২৫ জানুয়ারি) বিকালে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
নারায়ণগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগছনিক সম্পাকত (ঢাকা বিভাগ) মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, বিশেষ বক্তা হিসেবে ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর’র সভাপতি মুফতি মুহাম্মাদ মাসুম বিল্লাহসহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
Leave a Reply