নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার ফ্ল্যাট থেকে উৎপল রায় (৬২) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে সাহাপাড়ার এলাকার শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে ওই ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত উৎপল রায় বেসরকারী উন্নয়ন সংস্থা সেভ দ্যা চিলড্রেনের চিকিৎসক উজ্জ্বল কুমার রায়ের বাবা।
নিহতের পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ জানান, শহরের টানবাজার সাহাপাড়া এলাকার শংকর সাহার মালিকানাধীন সাত তলা ভবনের চতুর্থ ফ্ল্যাট ভাড়া থাকতেন সেভ দ্যা চিলড্রেনের চিকিৎসক উজ্জ্বল কুমার রায় ও তার বাবা উৎপল রায়।
Leave a Reply