শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫




ফতুল্লায় স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে হত্যা , আতঙ্কিত মানুষ

নারায়ণগঞ্জ প্রতিদিন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে মামুন হোসাইন  বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। ৭ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে পূর্বলালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুরো ফতুল্লা জুড়ে সাধারন মানুষের মাঝে আতংক বিরাজ করছে।

নিহত বিএনপি নেতা হলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক এবং লালপুর এলাকার মৃত সমন আলী বেপারীর ছেলে।

নিহতের ম্যানেজার আজাদ মিয়া গণমাধ্যমকে জানান, ‘রাত দুইটায় ইটবালু,সিমেন্ট লোড-আনলোড শেষে বাসায় চলে যায়। ভোর পৌনে পাচঁটায় তাকে বাসা থেকে মোবাইলে ফোনে প্রতিষ্ঠানের সামনে ডেকে এনে হঠাৎ গুলি করে দুই যুবক পালিয়ে যায়। পরে তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাকে উদ্ধার খানপুর ৩শ’ বিশিষ্ট হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ জানিয়েছে, নিহত মামুনের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গ পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে যে, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড হতে পারে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর