নারায়ণগঞ্জ প্রতিদিন:
বাংলাদেশ জামায়াত ইসলামের আমীর ডা: শফিকুর রহমান বলেছেন, এই সমাজটা হবে বৈশম্যহীন, এই সমাজ মানবিক এবং এই সমাজ হবে সমস্ত মানুষকে ধারন করার। কিন্তু আওয়ামী লীগ তারা করেননি। তারা সমস্ত প্রতিষ্টানকে ধ্বংশ করেছেন।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের ওসমানী স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান এসব কথা বলেন।
এসময় তিনি অঅওয়ামী লীগকে উদ্দেশ্যে করে আরও বলেন, তারা এখন পালিয়ে গিয়ে দেশকে অস্থিশীল করার জন্য উসকানী মূলক বক্তব্য দিচ্ছেন। সুতরাং উসকানীর কারনে যত পরিবেশ সৃস্টি হবে তার দায় উসকানী দাতাদেরকে নিতে হবে।
এসময় মহাগর জামায়াতের আমীর মাওলানা মো: আব্দুল জব্বারের সভাপতিত্বে ও জেলা জামায়াতের আমীর মো: মমিনুল হক সরকার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় হাজার হাজার নেতাকর্মীরা মিছিল দিয়ে সমাবেশস্থল কাায় কানায় ভরে যায়।
Leave a Reply