মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫




লন্ডনের পথে বেগম জিয়া, লাখো নেতাকর্মীদের শুভেচ্ছা

নিজস্ব সংবাদদাতা: সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১ টায় তাকে বহনকারী গাড়ি সহ বহরটি বিমানবন্দরে পৌঁছায়। এরপর রাত ১১:৪৭ মিনিটে তাকে বহন করা বিমানটি লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। এর আগে  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১ টায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর আগে রাত সোয়া ৮টার পর খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের উদ্দেশ্যে গুলশানের বাসা ফিরোজা থেকে রওনা হন তিনি। এসময় ফিরোজার সামনে লাখো নেতাকর্মী ও সমর্থকরা সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদায়ী শুভেচ্ছা সহ সমবেদনা জ্ঞাপন করেন।

দলটির পক্ষ থেকে সিনিয়র নেতারা জানিয়েছেন, কাতারের আমিরের পাঠানো বিশেষ উড়োজাহাজ ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন খালেদা জিয়া। দীর্ঘ ভ্রমণে দোহায় যাত্রাবিরতি করবেন তিনি। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টায় এয়ার অ্যাম্বুলেন্সটি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে তার জ্যোষ্ঠ পুত্র তারেক রহমান ও ছেলের স্ত্রী জোবায়দা রহমান খালেদা জিয়া স্বাগত জানাবেন। একই সাথে লন্ডনের বিএনপি নেতাকর্মীরাও তাকে স্বাগত জানানোর কথা রয়েছে।

এদিকে বিএনপি চেয়ারপারসনের লন্ডন যাত্রা ঘিরে বিকেল থেকেই দলে দলে নেতাকর্মীরা গুলশানে জড়ো হতে থাকেন। তাদের আশা, দলের চেয়ারপারসন সুস্থ হয়ে শিগগির দেশে ফিরবেন। সন্ধ্যার পর খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

খালেদা জিয়াকে বিদায়ী শুভেচ্ছা জানাতে গুলশানসহ বিমানবন্দরের পথে রাস্তার দুপাশে বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন স্তরের মানুষকে জড়ো হতে দেখা যায়। তারা সাবেক এই প্রধানমন্ত্রীকে হাত নেড়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

চোখ ও পায়ের ফলোআপ চিকিৎসার জন্য সবশেষ ২০১৭ সালের ১৬ জুলাই লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। এরপর দেশে ফিরে একাধিক দুর্নীতি মামলায় ২০১৮ সালের শুরু থেকেই কারাবাসে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর