মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫




আলোচিত সাব্বির হত্যা মামলায় জাকির খান খালাস পাওয়ায় সন্তুষ্ট অনুসারীরা

নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় বিএনপির সাবেক নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাকির খানসহ সকল আসামিদের খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (৭ জানুয়ারী)  দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। মামলা থেকে  জাকির খান খাালাস পাওয়ায় তার বিশ্বস্থ সহযোগী মেহেদী মেনন ও ইয়ামিন পলাশ লাখ সহ হাজার হাজার অনুসারীরা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করেন। একই সাথে দ্রুত জামিনে মুক্ত হয়ে নারায়ণগঞ্জের মাটি ও মানুষকে সেবা দিবেন এবং রাজনীতিতে সংযুক্ত হবেন বলেও জানায় তারা।
ঐ হত্যা মামলা থেকে খালাস পাওয়া অন্যান্য আসামিরা হলো- জাকির খানের দুই ছোটভাই জিকু খান, মামুন খান, জাকির খানের সহযোগী জঙ্গল ওরফে লিটন, মোক্তার হোসেন, মনিরুজ্জামান শাহীন, নাজির আহমেদ ও আব্দুল আজিজ। এদের মধ্যে মনিরুজ্জামান শাহীন মারা গেছেন।
গত ২০০৩ সালের ১৮ ফেব্রুয়ারি ফতুল্লা থানাধীন মাসদাইর এলাকায় নিজের বাড়ির সামনে সাব্বির আলম খন্দকারকে প্রকাশ্যে গুলি করে হত্যাকরে দুবৃত্তরা। নীট পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিকেএমইএ’র সাবেক সহসভাপতি সাব্বিরের আলম খন্দকার বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও বর্তমানে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের ছোটভাই ছিলেন। ২২ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হয়েছে।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম বলেন, “রাষ্ট্রপক্ষ এই মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণ করতে না পারায় আদালত সকল আসামিকে খালাস দিয়েছেন। যিনি খুন হয়েছিলেন তার ভাই তৈমুর আলম খন্দকার সুপ্রীম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একজন আইনজীবী, নিহতের মেয়েও একজন আইনজীবী। ওনারা নিজেরাও এই মামলাটি তদারকি করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ মামলায় ৫২ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্যগ্রহণ করা সম্ভব হয়েছে ২১ জনের। দীর্ঘ সময়ে এ মামলাটি তদন্ত করেছেন বেশ কয়েকজন কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 2 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর