মঙ্গলবার, ফেব্রুয়ারি ৪, ২০২৫




আওয়ামী সন্ত্রাসীরা রূপ পাল্টে রূপগঞ্জকে সন্ত্রাসী জনপদে পরিনত

নিজস্ব সংবাদদাতা:

নারায়ণগঞ্জে রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীরা এখন বিএনপির সাইনবোর্ড লাগিয়ে সন্ত্রাসী জনপদে পরিনত করেছে বলে অভিযোগ উঠেছে ‌। এরা হলো সাবেক তাঁতীলীগ নেতা সিরাজ মিয়া ও তার ছেলে রূপগঞ্জ ছাত্রলীগ নেতা আলীরাজ ও সরফরাজ বাহীনির সদস্যরা।
জানা গেছে, আওয়ামী স্বৈরাচারের পেতাত্মারা রূপগঞ্জ ইউনিয়নকে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে তাঁতীলীগ সিরাজ মিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা আলীরাজ বাহীনিদের দিয়ে নতুন নামে নতুন কৌশলে। এরা আওয়ামী শাসনামলে ইয়াসমিনের মেয়ে সীথির শেল্টারে অত্র এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড করে নানা অপকর্ম করেছে । পরবর্তীতে ৫ আগষ্টের পর স্বৈরশাসনের অবসান ঘটলে রাতারাতি এই চক্র খোলশ পাল্টে বনে যায় বিএনপি নেতা। বর্তমানে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে তাঁতীলীগ সিরাজ মিয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা আলীরাজ ও সরফরাজ বাহীনিরা জমি দখল সহ নানা অপরাধ চালাচ্ছে বীরদর্পে । আরেক সিরাজ খন্ডকার আলোচিত আরেক লিটন হত্যার আসামীরা মিলে মিশে তান্ডব চালাচ্ছে। সাবেক রূপগঞ্জ থানার যুব দলের আহবায়ক, বি এন পি নেতা রফিকুল ইসলাম লিটন ও তার ছেলেকে আওয়ামী লীগ আমলে, ক্ষমতার অপব্যবহার করে বিনা এফ আই আর এর মাধ্যমে গ্রেপ্তার করে জেলে প্রেরণ করেছিলোএই নামদারী বর্বর সন্ত্রাসীরা।
স্থানীয়রা জানিয়েছেন, এই চক্র বিগত স্বৈরশাসনামলে শেখ হাসিনা ও রূপগঞ্জের সাবেক এমপি গোলাম দস্তগীরের সাথে ছবি তুলে তা প্রদশর্ন করে রূপগঞ্জকে সন্ত্রাসী জনপদে পরিনত করেছে ‌। বর্তমানে তারা এলাকায় বিএনপির সাইনবোর্ড লাগিয়ে সেই একই অপকর্ম করছে। এরা বাইরের মানুষের সাথে সাথে নিজেদের আত্মীয় স্বজনদেরকেও ছাড় দিচ্ছে না। এদের বিরুদ্ধে এখনি ব্যবস্থা না নিলে বড় ধরনের অপকর্ম করে আওয়ামী শাসনামলের মত বিএনপিরো বারোটা বাজাবে‌।

উল্লেখ্য, এখানে এই অপরাধী চক্রের মধ্যে নিজ বাবাকে খুনের মতো ঘটনা ও চাঁদাবাজী করে, অর্থ সম্পদ লুটপাট করতে আরও একটি খুনের আসামী তাদের সাথে একত্রিত হয়ে এসব কর্মকান্ড করছে বলেও তথ্য পাওয়া গেছে। এই ভয়ঙ্কর অপরাধীরা আইনের আওতায় আনার জন্য আইনজীবীরা সচেতন মহল,ও অন্যান্যরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ।

এর ফলে তারা উপায় না পেয়ে বাহিরে গিয়ে তারা সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আরেক চক্রান্তে লিপ্ত হচ্ছে! তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিক তদন্তের মাধ্যমে সন্ত্রাসীদের নির্মূল করে শাস্তির আওতায় আনার আহবান জানিয়েছে সর্বস্তরের শান্তি প্রিয় মানুষ। তাদের এসব কান্ড দেখে অনেকেই আতংকিত। এদের জন্য আবারও আমাদের সমাজের অপরাধীদের দৌড়াত্ব অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। অচিরেই এসব অপরাধীর শাস্তি নিশ্চিত করে আইনের সুশাসন বাস্তবায়ন করার লক্ষ্যে রাষ্ট্রের দায়িত্ব প্রাপ্ত সবার কাছে অনুরোধ জানাচ্ছেন সমাজের সর্ব স্তরের মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর