শনিবার, আগস্ট ৩১, ২০২৪




নবনিযুক্ত পুলিশ সুপারের আড়ইহাজার থানা পরিদর্শন

বৈশম্যবিরোধী ছাত্র-জনতার গনঅভ্যুথানের পর হামলায় ক্ষতিগ্রস্থ্য আড়াইহাজার থানা পরিদর্শনে গিছেনে নবনিযুক্ত নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার। আজ ৩১ আগস্ট শনিবার  দুপুরে জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে পরিদর্শনে যান তিনি।

এসময় আড়াইহাজার থানার সদ্অয বদরী হওয়া অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, ইন্সপেক্টর (তদন্ত) হুমায়ুন কবির মোল্লাসহ থানার কর্মকর্তাদের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এরপর থানা ভবনের বাইরে থাকা ধ্বংসপ্রাপ্ত গাড়ি, বিভিন্ন মামলায় জব্দকৃত আলামত এর স্থান পরিদর্শন করেন পুলিশ সুপার। পরবর্তীতে থানার অফিসার ইরচার্জের বাসভবন ও পুলিশ সদস্যদের কোয়ার্টারে যান তিনি। সেখান থেকে থানা কার্যালয়ের ক্ষতিগ্রস্থ মূল ভবন পরিদর্শন করেন তিনি। এসময় থানার পুলিশ সদস্যদের থেকে ক্ষতিগ্রস্ত ভবন, গাড়ী নিয়ে বিবরণী শোনেন ‍পুলিশ সুপার।

পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, ক্ষতিগ্রস্থ থানা ভবনের সংস্কার, পুলিশের ভেঙ্গে পড়া মনোবল চাঙ্গা করে পুলিশকে পুনরায় আগের মত দায়িত্বে ও কর্মনিষ্ঠায় ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। থানা ভবনকে ক্ষতিগ্রস্থ করা ও পুলিশের লুণ্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার করে তাদেরকে আমরা আইনের আওতায় আনার কথাও বলেন তিনি।

এসময় অন্যান্যদের মাঝে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা এবং সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর