নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের কার্যকরী কমিটি ঘোষনা করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে মাওলানা আবদুল জব্বারকে আমির ও ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনকে সাধারন সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেয় দলটি। এ ছাড়াও কমিটিতে মাওলানা আব্দুল কাইয়ুমকে নায়েবে আমির, মাওলানা জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিনকে সহ-সাধারন সম্পাদক হিসেবে পদায়ন করা হয়েছে।
সেই সঙ্গে নির্বাচিত নারায়ণগঞ্জ মহানগরীর মজলিসে শুরার সকল সদস্য সহ অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় মহানগরের নয়া জেলা আমির মাওলানা আবদুল জব্বার বলেন, মহানগরের সব জনশক্তিকে কুরআন ও সুন্নাহর আলোকে নিজেদের গড়ে তুলতে হবে। ইসলামের আলোকে গঠনের আন্দোলনে জান মাল দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি সদ্য বিদায়ী ফ্যাসিস্ট সরকারের এজেন্টদের সকল উসকানিমূলক আচরণকে ধৈর্য্যরে সঙ্গে মোকাবিলা করে একটি সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান জানান এই নেতা।
Leave a Reply