নারায়ণগঞ্জ প্রতিদিন:
‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে নানা আনুষ্ঠানিকতার উদ্বোধন করা হয়। এরপর জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা আদালত চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা শ্রম আদালতের চেয়ারম্যান কিরণ হালদার, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আব্দুর রহমান, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা সিভিল সার্জন ডাক্তার আ ফ মুশিউর রহমান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়াসহ আইনজীবি ও বিভিন্ন পর্যায়ের বিচারকগণ।
আলোচনা সভায় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বলেন, মানুষ যাতে ভোগান্তি ছাড়া খুব সহজে এবং যথাসময়ে ন্যায়বিচার পেতে পারে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিগ্যাল এইড প্রতিষ্ঠা করেছেন। কোন দরিদ্র মানুষ যাতে আইনি সহায়তা থেকে বঞ্চিত না হয় এবং সরকারের মাধ্যমে সহায়তা পায় সে উদ্দেশ্যেই লিগ্যাল এইড প্রতিষ্ঠা করা। এই দিবসটি সম্পর্কে মানুষ যতো বেশী জানবে,আইনি সহায়তা বিষয়ে ততো বেশী সচেতন হবে।
জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে দিনব্যাপি লিগ্যাল এইড মেলারও আয়োজন করা হয়। চারটি স্টলে সরকারি খরচে বিচার প্রার্থীদের আইনি সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে তাদের পরামর্শ দেয়া হয়।
Leave a Reply