নারায়নগঞ্জ প্রতিদিন :
নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও তরুন সমাজের কাছে কিং খ্যাত নেতা জাকির খানের মুক্তির দাবিতে সরব নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন । গতকাল জাকির খানকে আদালতে হাজির করার খবর পেয়ে নেতাকর্মীরা ব্যানার, পোস্টার ও ফেস্টুন নিয়ে পুরো এলাকা জুড়ে বিক্ষোভ ও মিছিল করতে থাকে।
এসময় জাকির খানের অনেক ভক্ত ও সমর্থকদের বলতে শোনা গেছে, জাকির খানকে দ্রূত মুক্তি দিতে হবে। তাকে মুক্তি দিলে নারায়ণগঞ্জ জেলায় বিএনপি ব্যাপক শক্তিশালী সহ ঐক্যবদ্ধও হবে। নারায়নগঞ্জে জাকির খানের বিকল্প নেই বলেও জানায় অনেকে।
উল্লেখ্য, গত বছরে অস্ত্র সহ তাকে গ্রেফতার করেছিলো র ্যাব-১১। এরপর থেকে জাকির খান কারাগারে রয়েছে। তবে বেশ কয়েকটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। বর্তমানে সাব্বির আলম খন্দকার হত্যা মামলাটিতে জামিন পেলে তিনি মুক্ত হবেন বলে জানিয়েছে বিএনপির নেতারা।
Leave a Reply