-
- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দরে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে হামলা ভাঙচুরে আহত ২
- আপডেট টাইম : নভেম্বর, ২৮, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ
- 64 পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিদিন :
নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাতে উপজেলাধীন ভুলতা ইউনিয়নের ভয়লা এলাকায় ডি এ কে টেক্সাইল কারখানায় আগুন লাগে । আগুন নিয়ন্ত্রণে আনতে রূপগঞ্জ, ডেমরা ও আড়াইহাজারের ৪টি ইউনিটের প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
কারখানার কর্মকর্তারা জানায়, গত তাতে হঠাৎ করে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানায় থাকা সূতা তৈরির কাচাঁমাল সহ মেশিনারিজের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে । তবে আগুন লাগার কারণ এবং কি পরিমান ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানোর কথা জানান এ কর্মকর্তা ।
Leave a Reply