বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪




আগুনে পুড়ে ছাই সূতা তৈরির কারখানা

নারায়নগঞ্জ প্রতিদিন :
নারায়নগঞ্জের রূপগঞ্জে একটি স্পিনিং মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাতে উপজেলাধীন ভুলতা ইউনিয়নের ভয়লা এলাকায় ডি এ কে টেক্সাইল কারখানায় আগুন লাগে । আগুন নিয়ন্ত্রণে আনতে রূপগঞ্জ,  ডেমরা ও আড়াইহাজারের ৪টি ইউনিটের প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।
কারখানার কর্মকর্তারা জানায়, গত তাতে হঠাৎ করে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানায় থাকা সূতা তৈরির কাচাঁমাল সহ মেশিনারিজের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তারা।
এ বিষয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে । তবে আগুন লাগার কারণ এবং কি পরিমান ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানোর কথা জানান এ কর্মকর্তা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর