নারায়ণগঞ্জ প্রতিদিন:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ২৮ আগষ্ট বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১০ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। একারনে যাত্রীদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ রিপোর্ট লিখা পর্যন্ত যানবাহন ধীর গতীতে চলতে দেখা গেছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ জানায়, যানবাহনগুলো বিশৃঙ্খলা সৃস্টি করাতে এবং বন্যার্তদের জন্য বিভিন্ন এলাকা থেকে খাদ্যবার্হী পরিবহনের বাড়তি চাপের কারনেও অনেকটা চাপা বেড়েছে বলেও জানান তারা।
এদিকে পরিবহনের চালকেরা জানান, মহাসড়কে হাইওয়ে পুলিশের সংখ্যা কম থাকায় এবং বিশৃঙ্খলার কারনে এই তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
Leave a Reply