নারায়নগঞ্জ প্রতিদিন :
নারায়নগঞ্জের সোনারগাঁয়ে ১০ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার আষারিয়ারচর মেঘনা টোল প্লাজায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ লিটন (৩৮) হলো, কুমিল্লা জেলার কোতয়ালী থানার সাতরা (ধর্মপুর) এলাকার মৃত মিলনের ছেলে ।
পুলিশ জানায়, আষারিয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী ছাউনির সামনে ঢাকাগামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন গাড়ী এবং যানবাহন তল্লাসী চলছিলো। এসময় চট্টগ্রাম হইতে ঢাকা গামী ‘ইতি’ পরিবহনের যাত্রাবাহী একটি বাসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । এ সময়ে ঐ যুবককে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আটক করা হয়। এসময় তার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ধৃতআসামী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে দেশের বিভিন্ন স্থানে ডেলিভারী দিয়ে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
Leave a Reply