নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের ফতুল্লায় চোরাই রড সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ইমরান (২৮), শহিদুল (৫৫) ও রাজ্জাক (৫৫) কে গ্রেফতার সহ গাড়ি ও চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর ২০২৪ শে ইং তারিখে ফতুল্লা থানাধীন পাগলা তালতলা এলাকাে থেকে সিলেট জুড়ি বাজার এলাকায় ২৯৯০ কেজি এমএস কয়েল ও ১২ হাজার ৬০ কেজি বিভিন্ন সাইজের রড পৌছানোর উদ্দেশ্যে রওনা হলেও ধৃত আসামীরা তা না পৌছিয়ে মালামাল অন্যত্র নিয়ে যায়। এ ঘটনায় ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নং-২৮, তারিখ-২৩ সেপ্টেম্বর ২০২৪ ইং।
এরই ধারাবাহিকতায় ফতুল্লা মডেল থানার এস আই মিজানুর রহমান তথ্য ও প্রযুক্তির মাধ্যমে মুন্সীগঞ্জ ও ফরিদপুরের সদরপুর থেকে মালামাল ও গাড়ি উদ্ধার সহ জড়িত তিন জনকে গ্রেফতার করে এবং আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, মালামাল চুরির ঘটনায় মালিকপক্ষ ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই ধরাবাহিকতায় আমরা তদন্ত শুরু করি এবং তথ্য ও প্রযুক্তি ব্যাবহার করে অভিযুক্তদেরকে গ্রেফতার সহ চুরি যাওয়া মালামাল উদ্ধার করতে সক্ষম হই। চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ২৮ লক্ষ ৮৫ হাজার ৫৪৫ টাকা।
Leave a Reply