বিশেষ প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কুখ্যাত যুবদল টেনশন গ্রুপের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরেক যুবদল ‘ডেভিল এক্সো গ্রুপ’-এর ১১ সদস্যকে। সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোড কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে রামদা, ছুরি, গুলতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
2023 সালের 31 আগস্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় 5 ও 6 সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় পরিচিত গ্যাং উত্তেজনা গ্রুপের নেতা সিমেডন ও তার বাহিনী বিভিন্ন বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এছাড়াও তাদের সক্রিয় এলাকায় তারা ক্রমবর্ধমান বয়সী শিক্ষার্থীদের লক্ষ্য করে এবং তাদের মাদক সেবনে প্ররোচিত করে। এছাড়াও তাদের গ্রুপে যোগ দিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আতঙ্ক সৃষ্টি করে। এর পরিপ্রেক্ষিতে সোমবার অভিযান চালিয়ে যুবদলের সদস্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উত্তেজনা গ্রুপের ৬ জন হলেন-
রাইসুল ইসলাম শিমান্দো (২২), বি-বাড়িয়ার সুলতানপুর সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়ার শফিকুল ইসলামের ছেলে। তাজুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (২৬), সিদ্ধিরগঞ্জের সানারপাড় হিরাঝিলের মো. রহমানের ছেলে মো. হুমায়ুন হোসেন (২৪), মিজমিজি কান্দাপাড়ার মো. আমিন উদ্দিনের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৬), লাঙ্গলবন্দের খোকন শেখের ছেলে মো. রাব্বি (২৫) ফেনীর ছাগলনাইয়া থানার মনিরুল ইসলামের ছেলে মো. প্রীতম ওরফে রোবায়েতি ইসফাক (২৯)।
গ্রেফতারকৃত ডেভিল এক্সো গ্রুপের ১১ জন যথাক্রমে সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীপুরের শফিকুল ইসলাম শফিকের ছেলে। সরিব (১৯), পটুয়াখালীর হারুনের ছেলে গলা কাটা মো. আশিক (১৯), পিরোজপুর মঠবাড়িয়ায় দেলোয়ার হোসেনের ছেলে মো. নাঈম (১৯), মুলাদী থানা, বরিশাল। আজাদ সিকদারের ছেলে মো. তুহিন হোসেন (১৮), সিদ্ধিরগঞ্জের মিজমিজি মাদ্রাসা রোডের খন্দকার মোহাম্মদ নুরুল্লাহর ছেলে রোজমান (১৯), একই এলাকার মো. বাক্কির ছেলে। শাহাদাত (১৯), মিজমিজি কান্দারপাড়ার মো. তাজুল ইসলামের ছেলে মো. সৌরভ (২০),
একই এলাকার মো. নূর নবীর ছেলে। মাহিন (২০), মিজমিজি দক্ষিণপাড়ার ইমান আলীর ছেলে মো. তুষার (২০), মিজমিজি আমজাদ মার্কেটের মো. নবীর হোসেনের ছেলে মো. সৌরভ (১৯), মিজমিজি দক্ষিণপাড়ার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফ (১৯)। গ্রেফতারকৃত আসামিরা সড়কে চলাচলকারী মানুষের মালামাল, বিভিন্ন ব্যবসা, মালবাহী ও যাত্রী পরিবহনে নিয়মিত ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে টেনশন গ্রুপের টিম লিডার রাইসুল ইসলাম শিমন্ত (২২), সদস্য মো: প্রীতম ওরফে রোবায়েতি ইসফাক (২৯) ডেভিল এক্সো গ্রুপের সদস্য। আশিক (১৯) ও মো. নাঈমের (১৯) বিরুদ্ধে মামলা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply