নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে ফারজানা আক্তার নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার (২৪ মার্চ) রূপগঞ্জ উপজেলার ইছাখালী এলাকায় এ হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার দিন দুপুর ১২টায় নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের নাম ফারজানা আক্তারের স্বামীর রাম তারিকুল ইসলাম। তাদের দুজনেরই বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে এবং তারা ্ছাউপজেলার খালী এলাকায় বসাবস করতেন।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, রূপগঞ্জ থানাধীন ছাখালীতে স্বামী তারিকুল ছুরিকাঘাত করে স্ত্রী ফারজানাকে ছুরিকাঘাত করলে তার মৃত্যু ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়। হত্যায় জড়িত স্বামী তারিকুল ইসলামকে আটক করা হয়েছে।
Leave a Reply