নারায়ণগঞ্জ প্রতিদিন:
বৈশম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সোনাগাঁওয়ের কাঁচপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে রিবহন শ্রমীক জনি নিহত হন। নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং শতাধীক অজ্ঞাত দিয়ে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়। এনিয়ে জেলায় ৩টি হত্যা মামলা দায়ের করা হলো।
মঙ্গলবার (২০ আগস্ট) সকালে নিহত জনির পিতা ইয়াসিন মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা টি দায়ের করেন।
মামলায় অন্যান্য আসামীরা হলো- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্র মন্ত্রী হাসান মাহমুদ, সাবেক এমপি শামীম ওসমান, আব্দুল্লাহ আল কায়সার, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজীসহ ১৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ এসএম কামরুজ্জামান।
Leave a Reply