নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি গাছের ডাল থেকে ঝুলন্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিশনন্দী ইউপির দয়াকান্দা এলাকা থেকে মহিতুন বেগমের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। সে উপরে উল্লেখিত এলাকার শারবিন মিয়ার স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলে মহিউদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে।
মামলা সূত্রে জানা গেছে, মহিতুন বেগম বুধবার দিবাগত রাতে পরিবারের সবাইকে ঘুমন্ত অবস্থায় রেখে ঘর থেকে বের হয়। পরবর্তীতে বৃহষ্পতিবার সকালে তাকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে গিয়ে পাশের সামছুউদ্দিনের বাড়ি সংলগ্ন বেল গাছের ডালের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে ফোন দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ।
Leave a Reply