-
- নারায়ণগঞ্জ, শহর, সারাদেশ
- পালিয়ে গিয়ে শেখ হাসিনা উসকানীমূলক বক্তব্য দিচ্ছে : জামায়াত আমীর
- আপডেট টাইম : ডিসেম্বর, ১৬, ২০২৪, ২:৩৩ অপরাহ্ণ
- 148 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন :
জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনের ফসল চব্বিশের নতুন বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধে তাজা প্রান উৎসর্গ করা বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জবাসী।
এসময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও জেলা সিভিল সার্জনসহ বিভিন্ন পর্যায়ের সরকারি বেসরকারি অফিস, দপ্তর, স্কুল, কলেজ ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে শহরের চাষাঢ়া বিজয় স্তম্ভে ওই শ্রদ্ধা নিবেদন করেন জেলাবাসী।
এ সময় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়েছে।
এরপর বিজয়স্তম্বে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক মাহমুদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি বেসরকারি অফিস ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
Leave a Reply