নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের ফতুল্লার মাহামুদপুরে প্রতারক নজরুল ইসলামের দায়ের করা মামলা ও হত্যার হুমকি’র প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জাকির হোসেন। দুপুরে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জানায়, তার নির্মাণাধীন বাড়ি বিক্রি করার জন্য নজরুলের কাছ থেকে বায়না টাকা নেয়। পরে সে বিচারের মধ্যে বায়নার অর্থ ফেরত নিয়ে জাকিরের নামে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করলে আদালত তা জামিন দেয়। এতে ক্ষিপ্ত হয়ে পরিবার সহ তাকে হত্যা হুমকি দেয়। স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রী কাছে ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। এমনকি ওই তদন্তকারী কর্মকর্তা এস আই হযরত আলী কৌশলে জাকির হোসেনের কাছ থেকে একটি মূল ষ্ট্যাম্প নিয়ে আদালতে জমা দেন উল্লেখ করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকরা অভিযুক্ত নজরুল ইসলামকে ফোন দিলে তিনি সাংবাদিকদেরকে অকথ্য ভাষায় গালাগাল দেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পিবিআইয়ের পুলিশ সুপার আল মামুন সিকদার বলেন, যে ব্যাক্তি ভুক্তভুগী সে আমাাদের কাছে আসলে আমরা সব জেনে ব্যবস্থা নিবো।
Leave a Reply