নারায়ণগঞ্জ প্রতিদিন:
আর্তমানবতার সেবায় সামাজিক উন্নয়নে এগিয়ে আসার প্রত্যয়ে স্বাধীন চিত্তে মানবিক উৎসব করেছে মানব কল্যাণ পরিষদ। নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া মাধবীলতা সিটি প্লাজায় সাংগঠনিক মিলনায়তনে স্বেচ্ছাসেবক, উদ্যোক্তাসহ সদস্য ও কর্মীদের নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।
মানবিক মূল্যবোধের এই উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মোঃ নিজাম উদ্দিন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন শিক্ষা বিষয়ক সচিব বুবলী আক্তার। অনুষ্ঠানে অগ্রগামী ও উদ্যোমী সদস্য এবং কর্মীদের শুভেচ্ছা উপহার বিতরণ করে সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় সহ আত্মকর্মসংস্থানের লক্ষে যুব প্রশিক্ষণের দ্বার উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা করে মানব কল্যাণ পরিষদ।
Leave a Reply