বৃহস্পতিবার, জানুয়ারি ১১, ২০২৪




শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আগামীকাল শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। ইতোমধ্যে মন্ত্রী হিসেবে শপথ নিতে মন্ত্রিসভা থেকে ফোন পেয়েছেন অনেকে।আগামীকাল বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।আজ মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করেন বঙ্গভবনে আমন্ত্রণ পাওয়াদের মধ্যে রয়েছেন-

মন্ত্রী

১.  আ. ক. ম. মোজাম্মেল হক (গাজীপুর-১)

২.  ওবায়দুল কাদের (নোয়াখালী-৫)

৩.  নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। (নরসিংদী-৪)

8  আসাদুজ্জামান খান (ঢাকা-১২)

৫. ডা: দীপু মনি (চাঁদপুর-৩)

৬.  মোঃ তাজুল ইসলাম (কুমিল্লা-৯)

৭.  মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১)

৮.  আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪)

৯.  আনিসুল হক (বাক্ষণবাড়িয়া-৪)

১০.  মোহাম্মদ হাছান মাহমুদ (চট্টগ্রাম-৭)

১১.  মোঃ আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪) ১২.  সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১)

১৩.  র, আ, ম, উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩)

১৪.  মোঃ আব্দুর রহমান (ফরিদপুর-১)

১৫.  নারায়ন চন্দ্র চন্দ (খুলনা-৫)

১৬.  আব্দুস সালাম (ময়মনসিংহ-৯৮

১৭.  মহিবুল হাসান চৌধুরী (চট্টগ্রাম-৯০

১৮.  ফরহাদ হোসেন (মেহেরপুর-১)

১৯.  মোঃ ফরিদুল হক খান (জামালপুর-২)

২০.  মোঃ জিল্লুল হাকিম (রাজবাড়ী-২)

২১.  সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯)

২২.  জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩)

২৩.  নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬)

২৪. স্থপতি ইয়াফেস ওসমান

২৫.  সামন্ত লাল সেন

প্রতিমন্ত্রী

১. সিমিন হোমেন (রিমি) (গাজীপুর-৪)

২.  নসরুল হামিদ (ঢাকা-৩)

৩.  জুনাইদ আহমেদ পলক (নাটোর-৩)

8.  মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭)।

৫.  মোঃ মহিববুর রহমান (পটুয়াখালী-৪)

৬. খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২)

৭.  জাহিদ ফারুক (বরিশাল-৫)

৮.  কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি)

৯. রুমানা আলী (গাজীপুর-৩)

১০.  শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২)”

১১.  আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২২২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। একাদশ সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে পেছনে ফেলে স্বতন্ত্র হয়ে নির্বাচিত হয়েছেন ৬২ জন; যাদের মধ্যে ৫৯ জন আওয়ামী লীগেরই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − three =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর