শনিবার, ফেব্রুয়ারি ১০, ২০২৪




ছুটির দিনে বানিজ্য মেলায় বেচা—কেনায় সন্তুষ্ট বিক্রেতারা

নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্ট:
ঢাকা আন্তজার্তিক বানিজ্য মেলার ২১ দিন পাড় হয়ে আজ শনিবার ছুটি পেয়ে ব্যাপক পরিমান দর্শনার্থীরা এসেছেন। বয়স্ক নারী—পুরুষ, যুবক—যুবতি ও শিশুদের পদচারনা ছিলো চোখে পড়ার মত। মেলার পরিবেশ ও পরিবার নিয়ে স্বাচ্ছন্দে কেনা কাটা করতে পেরে সবাই খুশি এমন মন্তব্য ক্রেতাদের। এদিকে ক্রেতাদের উপস্থিতি ও বেচা—কেনা ভালো হওয়ায় সন্তষ্টি প্রকাশ করেছেন দেশ বিদেশ থেকে আগত বিক্রেতারা। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সমন্বয়ে মেলার নিরাপত্তা ব্যাবস্থা নিশ্চিত করার কথা জানালেন আয়োজক কমিটির পরিচালক।
২৮ তম ঢাকা আন্তজার্তিক বানিজ্য মেলা ২০২৪ উপলক্ষে সরকারি ছুটির দিনে প্রায় দেড় লক্ষ দর্শনার্থী মেলায় প্রবেশ করেছেন। এবারের মেলায় দেশ—বিদেশ থেকে আগত ব্যাবসায়ীদের অংশগ্রহন ও বিভিন্ন রকমারি পন্যের সমারোহে থাকায় কেনা কাটা ও ঘুরতে পেরে সাবাই খুশি। মাথার চুল থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত সকল পন্যই পাওয়া যাচ্ছে বানিজ্য মেলায়। সরকারি ছুটির দিন মেলা শুরু হয় সকাল ১০ টায় এবং বন্ধ হয় রাত ১০ টায়। তবে অন্যান্য দিন সকাল ১০ টায় শুরু হলেও বন্ধ হয় রাত ৯ টায়। মেলার পরিবেশ ও সার্বিক পরিস্থিতি অনুকুলে থাকায় ক্রেতা—বিক্রেতা ও দর্শনার্থীরা বানিজ্য মেলার প্রতি ঝুঁকছেন। একই সাথে ঢাকার মতিঝিল, কুড়িল বিশ^রোড,নরষিংদি ও নারায়ণগঞ্জ থেকে বিশেষ বিআরটিসি বাস সার্ভিস চালু করায় যাতায়াত আরও সহ হয়েছে বলে জানিয়েছে আগত দর্শনার্থীরা।
মেলায় আগত একাধীক দর্শনার্থীরা জানিয়েছে, মেলার পরিবেশ অত্যান্ত চমৎকার এবং তারা স্বাচ্ছন্দে পরিবার পরিজন নিয় কেনা কাটা করতে খুবই আনন্দিত হয়েছেন।
বানিজ্য মেলায় অংশ নেয়া দেশি—বিদেশী বিক্রেতারা জানিয়েছেন, ছুটির দিনগুলোতে আগের তুলনায় বেচা অনেক ভালো। তবে শেষের দশ দিন আরও বেচা কেনার আশাবাদ ব্যাক্ত করেছেন বিক্রেতারা।
বানিজ্য মেলা উদযাপন কমিটির পরিচালক বিবেক সরকার বলেন, এবারের বানিজ্য মেলায় কি পরিমান রাজস্ব অদায় হবে তা এখনো বলা যাচ্ছে না। মেলা শেষে আমরা আনুষ্ঠিক ভাবে বলতে পারবো। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা নিরাপত্তার স্বার্থে কাজ করছেন। মেলাটা শান্তিপূর্ন ভাবে সমাপ্ত করার আশাবাদ ব্যাক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর