শুক্রবার, ফেব্রুয়ারি ৯, ২০২৪




ছুটির দিনে বানিজ্য মেলায় দর্শনার্থীদের পদচারনার মুখর

বিশেষ প্রতিবেদক:
আন্তজার্তিক বানিজ্য মেলা মানেই হলো দেশ বিদেশের ব্যাবসায়ীদের মেল বন্ধন। জমে উঠেছে নারায়ণগঞ্জের পূবার্চলে ২৮ তম ঢাকা আন্তজার্তিক বানিজ্য মেলা। ছুটির দিন হওয়ায় দর্শনার্থীদের উপচে পড়া ভীড়ে মুখরিত মেলা। এবারের মেলায় দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসে স্বাচ্ছন্দ বোধ করছেন। তবে জিনিসপত্রের মূল্য একটু বেশি হওয়ায় কেনা কাটা কম করেছেন তারা। এদিকে বেচা কেনা কম এবং মেলা দেরী করে শুরু হওয়ায় সময় বাড়ানোর কথা বলেছেন দেশি—বিদেশী বিক্রেতারা। অন্যদিকে মেলার আয়োজকরা বলছেন বেচা কোনা তুলনামূলক অনেক ভালো , তবে সময় বাড়ানো সরকারের সিদ্ধান্ত বলে দাবী আয়োজকদের।
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা হল বাংলাদেশে আয়োজিত একটি আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, জাপান, চীন, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ ও দেশের প্রতিষ্ঠান মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করে। দেশি ও বিদেশি পণ্যসামগ্রী প্রদর্শন, রপ্তানি বাজার অনুসন্ধান এবং দেশি—বিদেশি ক্রেতার সঙ্গে সংযোগ স্থাপনের ক্ষেত্রে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মেলায় অংশগ্রহণের মাধ্যমে শিল্পপণ্য ও ভোগ্যপণ্য উত্পাদনকারীরা একদিকে তাদের উৎপাদিত পণ্যের গুণগত মান, নকশা, প্যাকেজিং ইত্যাদি প্রদর্শন ও বিপণন করতে পারেন, অন্যদিকে পারস্পরিক সংযোগ স্থাপনসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ লাভ করে। এ মেলা প্রতিবছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয়। তবে এ বছর বাংলাদেশের নিবার্চনের কারনে মেলা শুরু হয়েছে ২১ জানুয়ারী। দেরি হওয়ায় ব্যাবসায়ী মনে করছেন তাদের বেচা কেনা। এবং তারা প্রধানমন্ত্রীর কাছে মেলার সময় আর ও ৩ থেকে ৪ দিন বাড়ানোর আবেদন করেছেন। ক্রেতা ও দর্শনার্থীরা জিনিসপত্রের দাম তুলনামূলক একটু বেশি বলে মনে করছেন এবং এ কারনে তারা কাঙ্খিত কেনা কাটা করতে পারছেন না। এবার প্রবেশের টিকিটের মূল্যও বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুন। তবে সব মিলিয়ে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেচা কেনা আগের তুলনায় আরও ভালো হবে মনে করছেন বিক্রেতারা।

ক্রেতারা জানিয়েছেন, বানিজ্য মেলায় এসে অনেক আনন্দ হয়েছে এবং জিনিস পত্রের দাম একটু কম হলে াারও বেশি কিনতে পারতেন বলে জানিয়েছেন তারা।
বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, বেচা কেনা কম হওয়ায় শংকা প্রকাশ করে তারা জানান, এবারের মেলা দেরি করে শুরু হওয়ায় বিদেশী ক্রেতারা আসেননি। সেই তারা প্রধানমন্ত্রীর কাছে মেলার সময় আরও ৩ থেকে ৪বাড়ানোর দাবী জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর