নিজস্ব সংবাদদাতা:
নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চারটিতে এবং একটি আসনে জাতীয় পার্টির প্রার্থী বিজয়ী হয়েছে। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেসরকারীভাবে এ তথ্য জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ—১ (রূপগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীকে ১লাখ ৫৬হাজার ৪৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহার ভূঁইয়া কেতলি প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৭৫ ভোট।
নারায়ণগঞ্জ—২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু নৌকা প্রতীকে ১লাখ ৪৮হাজার ২৪২ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির আলমগীর সিকদার লোটন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২শ ৫৬ ভোট।
নারায়ণগঞ্জ—৩ সোনারগাও) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত নৌকা প্রতীকে ১লাখ ১২হাজার ৮০৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্ধি লিয়াকত হোসেন খোকা লাঙ্গল প্রতিক পেয়েছেন ৩৫ হাজার ৮১১ ভোট।
নারায়ণগঞ্জ—৪ (ফতুল্লা—সিদ্ধিরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম ওসমান নৌকা প্রতীকে ১লাখ ৯৫হাজার ৮২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকের পার্টির মুরাদ হোসেন জামাল গোলাপ ফুল প্রতীকে ৭ হাজার ২৬৯ ভোট পেয়েছেন।
নারায়ণগঞ্জ—৫ (সদর—বন্দর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সেলিম ওসমান লাঙ্গল প্রতীকে ১লাখ ৫২হাজার ২৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী ফ্রন্টেন চেয়ার প্রতীকের একরামুল হক ৩ হাজার ৭৩৩ ভোট পেয়েছেন।
Leave a Reply