নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের বন্দরে ভয়ঙ্কর ডাকাত সর্দার মামুন ও তার মনির গংদের তান্ডবে এক নারী গুরতর জখম হয়েছে। রোববার সকালে সোনাচোরারবাগ এলাকায় সুমি আক্তারের বসত বাড়িতে গিয়ে এই অতর্কিত হামলা চালায় ডাকাত সর্দার মামুন ও তার ভাই মনির গংরা। এঘটনায় ভুক্তভোগী বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
আহত নারী সুমি আক্তার ঢাকেশ্বরী সোনাচোরারবাগ এলাকার মোঃ হোসেন আলীর মেয়ে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আহত সুমি আক্তার উল্লেখিত এলিকার মামুন ডাকাতের প্রতিবেশী। গত ৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে বন্দর থানা পুলিশ ডাকাত সর্দার মামুনকে ধরতে তার বাসায় অভিযান পরিচালনা করে। তবে থানা পুলিশের এক কনষ্টেবল মমিনের সহযোগিতায় সে পালিয়ে যায় বলেও জানা গেছে। পুলিশের ওই অভিযানকে কেন্দ্র করে ৭ এপ্রিল সকাল ১০ টায় সোনাচোরারবাগ এলাকায় সুমি আক্তারের বাসায় গিয়ে বলে তুই পুলিশ পাঠিয়ে আমাকে ধরানোর চেষ্টা করছস। এই কথ বলে ভুক্তভোগী সুমি আক্তারকে মনির হোসেন ও মামুন ডাকাত লোহার রড এস এস পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বন্দর থানার এসআই ফয়েজ জানান, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া সহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি দেখে ব্যাবস্থা নেয়া হবে।
Leave a Reply