নারায়ণগঞ্জ প্রতিদিন নিউজ:
নারায়ণগঞ্জ —২ (আড়াইহাজার) আসনে নৌকা ও লাঙ্গলের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ১৫ ও গুলিবিদ্ধ ২ জন। সকালে রামচন্দ্রদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও দুপুরে সদাসদি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ থামাতে পুলিশের গুলিবর্ষনে ২ জন আহত সহ আরও ১৫ জন গুরুতর আহত হয়েছে। পরে রিটার্নিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুটি কেন্দ্র বন্ধ ঘোষণা করেন।
আড়াইহাজারে বিভিন্ন কেন্দ্র থেকে লাঙ্গলের এজেন্টদের মারধর সহ বের করে দেয়ার অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আলমগীর সিকদার লোটন।
পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানিয়েছেন, জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে গিয়ে গন্ডগোল করলে বেশ কয়েকজন আহত হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ ভোটকেন্দ্র বন্ধ করা হয়েছে। এসময় জাতীয় পার্টির প্রার্থীর ভাই সহ ১২ জনকে আটক করা হয়।
Leave a Reply