নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নারী কাউন্সিলর সানিয়া সাউদকে ব্যাপক মারধরের অভিযোগ স্থানীয় কাউন্সিলর সামসুজ্জোহার বিরুদ্ধে। এসময় তার সঙ্গে থাকা সচিবকেও মারধর করে ওই কাউন্সির। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে দোষীকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন নাসিকের মহিলা কাউন্সিলররা। টিসিবির খাদ্য বিতরণ নিয়ে অনিয়ম ও দূনীতীর্র প্রতিবাদ করায় তিনি মারধরের শিকার হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে কোনো মারধর করা হয়নি বলে দাবী করেছেন নাসিক ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সামসুজ্জোহা।
নাসিক ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর সানিয়া জানান, নারায়ণগঞ্জ সিটি করপোশেন: টিসিবির পন্যেও হিসেব চাওয়ায় কাউন্সিলর সামসুজ্জোহা আমাকে মারধর করেছে। প্রধানমন্ত্রীর কাছে ওই কাউন্সিলরকে দৃষ্টান্তমূলক শাস্তি সহ সুক্ষ বিচার চেয়েছেন তিনি। তিনি আরও জানান, কাউন্সিলর সামসুজ্জোহা এর আগেও টিসিবির মালামাল বিতরনে অনিয়ম করেছিলো। এবারও আমি তার কাছে যে খাদ্য আসছে সেই খাদ্যের হিসেবটা মিলিয়ে নিতে গেলে সে আমাকে চুল ধরে দুই বেশ কয়েকটি চর-থাপ্পর মারে। মারধর থেকে আমাকে বাচাতে গিয়ে আমার ব্যাক্তিগত সহকারীকেও তারা মারধর করেছে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিইও জানান, যদি এই ধরনের ঘটনা সত্য প্রমানিত হয় তাহলে ব্যবস্থা নেয়ার হবে।
Leave a Reply