মঙ্গলবার, ফেব্রুয়ারি ৬, ২০২৪




কঠোর নিরাপত্তায় মামুনুলকে আদালতে হাজির

নারায়ণগঞ্জ প্রতিদিন: 

আলোচিত সেই মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা শফিকুল ইসলামকে জেরা করা হয়েছে। আজ মঙ্গলবার ৬ ফেব্রুয়ারী নারায়ণগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে এ জেরা করা হয়। সকালে ব্যাপক নিরাপত্তা দিয়ে কাশিমপুর কারাগার থেকে মামুনুল হককে আদালতে আনেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে আদালতের কার্যক্রম সম্পন্ন করে তাকে আবারো কাশিমপুর কারাগারে প্রেরন করা হয়।

 বিবাদীপক্ষের আইনজীবী এড. একেএম ওমর ফারুক জানান, আগামী ১৯ মার্চ পরবর্তী জেরার দিন ধার্য করেছেন  আদালত। এখন পর্যন্ত এ মামলায় ৪০ জন সাক্ষীর মধ্যে ১৩ দফায় ২৫ জনের পূর্ণ সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

 পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ জানান, মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার তদন্তকারী কর্মকর্তাকে জেরা করা হয়েছে । আসামি পক্ষের আইনজীবীরা তদন্তকারী কর্মকর্তাকে দুদিন জেরা করেছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৪ নভেম্বর প্রথম দফায় কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার সাক্ষ্য সাক্ষ্য গ্রহন করেন আদালত। একই বছরের ৩ নভেম্বর মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় বিচারকাজ শুরু করা হয়েছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + four =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর