নারায়ণগঞ্জ প্রতিদিন :
নারায়ণগঞ্জের বন্দরে বায়ু দূষণ রোধে অবৈধ বেশ কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়ে নগদ জরিমানা ধার্য সহ ৩ লক্ষ ৫ হাজার টাকা আদায় করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাহাত উজ জামান‘র নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় পাচটি অবৈধ ইট-ভাটার মালিককে সর্বমোট তিন লাখ পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য সহ আদায় করা হয়। এর মধ্যে মেসার্স নারায়ণগঞ্জ ব্রিকসকে ৩০ হাজার টাকা , মেমার্স মায়ের দোয়া ব্রিকসকে ৫০ হাজার টাকা , মেসার্স থ্রি স্টার ব্রিকসকে ৭৫ হাজার টাকা, মেসার্স হাজী অটো ব্রিকসকে ১ লাখ টাকা ও মেসার্স আল মদিনা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: রাহাত উজ জামান বলেন, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে বন্দরে পাচটি ইট ভাটার মালিককে নগদ ৩ লক্ষ ৫ হাজার টাকা জরিমানা ধার্য সহ আদায় করা হয়েছে। জরিমানার পাশাপাশি ইট ভাটাগুলোর কর্তৃপক্ষকে ভাটার কার্যক্রম বন্ধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর ব্যাক্তয় ঘটালে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়ার কথাও জানান এই কর্মকর্তা।
Leave a Reply