নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুরে দুই সন্তানের জননী জেসমিন আক্তারকে হত্যার অভিযোগে স্বামী আলী হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে সদর উপজেলার কুতুবপুর এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে এবং সোমবার বিকালে আলী হোসেনকে গ্রেফতার করা হয়। পরিবারের দাবী যৌতুকের কারনেই হত্যা করা হয়েছে মেয়েকে। দোষীকে গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি চান পরিবার।
পুলিশ বলছে, লাশটি উদ্ধার করে হাসাপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে নেয়া হবে আইনগত ব্যাবস্থা। এদিকে স্বামী আলী হোসেনকে আটকের কথা নিশ্চিত করেছে পুলিশ।
নিহতের মা ও বোন জানিয়েছে, বিয়ের পর বিভিন্ন কৌশলে আলী হোসেন তার শ^শুর বাড়ি থেকে প্রায় ১২ লক্ষ টাকা নিয়েছে। এরপরও টাকার চাইতো মেয়ের কাছে। টাকা না পেয়ে রোববার রাতে নেশা খেয়ে এসে স্ত্রী জেসমিনকে ছুরি দিয়ে আঘাত সহ ব্যাপক মারধর করে। পরে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পরিবারের।
এ দিকে আলী হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply