নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগরে চাঁদার টাকা না দেওয়ায় সাবেক ছাত্রলীগ নেতা শাওনের পায়ের রগ কেটে দিলো চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীরা। শনিবার ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় ফতুল্লার মুসলিমনগরের সাতভাই মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাবেক ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাওন বাদী হয়ে শনিবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত আসামী হলেন- এনায়েতনগর ইউনিয়নের মুসলিমনগর সাতভাই মার্কেট এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে মোঃ পায়েল। এ ঘটনায় রাতে ( ১ লা এপ্লিল ) মুসলিম নগর এলাকায় ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেনে এলাকাবাসী। এসময় হাজারো নারী-পুরুষ একত্রিত হয়ে এ প্রতিবাদ সমাবেশ করে পায়েল গংদের দ্রুত গ্রেফতার সহ কঠোর শাস্তির দাবী জানানো হয়।
অভিযোগের বরাত দিয়ে সাবেক ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাওন জানান, আমি মোঃ শাওন নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সাধারণ সম্পাদক। সেই সাথে জীবিকা নির্বাহের জন্য দীর্ঘদিন যাবত ওয়াইফাই ব্রডব্যান্ডের ব্যবসা করে আসছি। পায়েল মাদকদ্রব্যের ব্যবসা করে এবং বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। আমি ব্যবসা পরিচালনা করাকালীন সময় হতে পায়েল প্রায় সময় আমাকে হুমকি-ধামকি প্রদান করিত যে, আমি যদি পায়েলকে টাকা না দেই তাহলে পায়েল আমাকে ব্যবসা পরিচালনা করতে দিবে না বলে প্রাণনাশের হুমকি-ধামকি প্রদান করিত। এরই ধারাবাহিকতায় শনিবার ৩০ মার্চ সন্ধ্যা ৭টার সময় পায়েল আমাকে ডেকে আমার উক্ত ঠিকানা হতে সাতভাইয়ের মার্কেটের পিছনে নিয়া যায়। আমি মার্কেটের পিছনে গেলে পায়েলের সাথে অজ্ঞাতনামা ১০/১১ জন লোকজন উপস্থিত দেখতে পাই। পরবর্তীতে পায়েল আমার কাছে টাকা দাবি করে, আমি পায়েলকে টাকা দিবো না বললে সে আমাকে জানে মারার উদ্দেশ্য তার সাথে থাকা দেশীয় পিস্তল আমার মাথায় ধরে। আত্মরক্ষার জন্য পায়েলের হাত থেকে পিস্তল আমি ফেলে দিলে পায়েলের প্যান্টের পিছনে থাকা ছুরি দিয়ে আমার শরীরের বিভিন্নস্থানে আঘাত করতে গেলে আমার ডান পায়ে গোড়ালির উপরীভাগে লেগে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয় এবং দুইটি রগ কাটা যায়। পরবর্তীতে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে পায়েল আমাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। ঘটনাস্থলের আশেপাশের লোকজন আমার গুরুতর অবস্থা দেখে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। সন্ত্রাসী পায়েলের এহেন কার্যকলাপে আমি নিরাপত্তাহীনতায় ভূগছি। সে যেকোন সময়ে আমার বড় ধরনের ক্ষতি সাধন করতে পারে বলে আমার আশঙ্কা হচ্ছে। এ বিষয়ে আমি পুলিশ ও প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছি।
প্রসঙ্গত, ফতুল্লার মুসলিমনগর এলাকাসহ এর আশেপাশের এলাকায় একের পর এক সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে সন্ত্রাসী পায়েল বাহিনী। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পায়েল বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে। সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পায়েল বাহিনীর তৎপরতা বন্ধে ফতুল্লা থানা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply