রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪




আপনার লোকজনই আপনাকে গডমাদার বানিয়েছে : হাসিনাকে জামায়েতের আমীর

নিজস্ব সংবাদদাতা:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আপনার লোকজনই আপনাকে মাস্টারমাইন্ড-গডমাদার বানিয়েছে।’ রোববার (১ সেপ্টেম্বর) কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘কেমন শাসন করলেন, বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বলেছিলেন। সুন্দর বেহেশতি বাগান পয়দা করলেন। কিন্তু সাড়ে ১৫ বছরের মাথায় এভাবে আপনাদের দেশ ছেড়ে যেতে হলো?’

তিনি বলেন, ‘শোনা যাচ্ছে আওয়ামীলীগ নেতৃত্ব পরিবর্তন করে তারা পুনরায় রাজনীতিতে আসার পরিকল্পনা করছে। শুধু নেতৃত্ব পরিবর্তন করলে হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন করতে হবে। তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার আছে। আমাদের রাজনীতি কেড়ে নেওয়া অন্যায় ছিল, আমরা সেটা করতে চাই না।’

জামায়াত আমির বলেন, ‘গণহত্যার সংগঠন যারা করে, তাদের বহু দলকে বহু দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।’

তিনি বলেন, ‘১০ জন দোষীর সঙ্গে একজন নির্দোষ মানুষকে ইচ্ছাকৃতভাবে হ্যারেজ (হয়রানি) করার জন্য মামলার আসামি করা হলে দায় আমাদের। এ কাজ কেউ করবেন না। আমরা সবচেয়ে নির্যাতিত দল। কিন্তু যারে-তারে মামলার আসামি করাবো না।’

জামায়াতের আমির বলেন, ‘সংবিধানের কিছু কালো আইন বদলাতে হবে। আমরা চাই এ সরকারের হাতে সব জঞ্জাল পরিষ্কার হয়ে যাক।

জামায়াতের কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে সভায় যশোর-কুষ্টিয়া অঞ্চলের নির্বাহী সদস্য মোবারক হোসাইন, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দীন জোয়ার্দ্দার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার সমন্বয়ক পারভেজ মোশাররফ, তৌকির আহমেদ, মুস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমরান হোসাইন, শহর সভাপতি সেলিম রেজাসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর