-
- নারায়ণগঞ্জ, শহর, সারাদেশ
- পালিয়ে গিয়ে শেখ হাসিনা উসকানীমূলক বক্তব্য দিচ্ছে : জামায়াত আমীর
- আপডেট টাইম : আগস্ট, ১, ২০২৪, ৭:৫৪ অপরাহ্ণ
- 146 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:
মোঃ মিলন নামের এক মাছ ব্যাবসায়ী যুবক মাছ কিনতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন এমন দাবি পরিবারের। গত ২১ জুলাই ২০২৪ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় মিলনের মরদেহ। নিহত মিলন পটুয়াখালী জেলার দুমকী থানাধীন হোসেন আলী হাওলাদারের ছেলে। সে বেশ কিছুদিন ধরে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন মাছের বাজারে মাছ বিক্রি করে সংসার চালাতো বলে জানান স্থানীয়রা ও পরিবার।
ওই দিন সকালে মিলন মাছ আনার উদ্দেশ্যো বাসা থেকে বের হয়ে চিটাগাং রোড এলাকায় যান। এরপর ফোন আসে মিলনের মরদেহ পড়ে আছে মহাসড়কের উপর। কিছুক্ষণ পর তার পরিচিত লোকজন লাশ দেখতে পেয়ে খবর দেয় পরিবারকে। তাতক্ষনিকভাবে পরিবারের সদস্যরা মরদেহ উদ্ধার করে নিয়ে আসে সিদ্ধিরগঞ্জ পুলস্থ তার বাসায়।
এরপর স্থানীয়রা তারাহুরো মিলনের মরদেহ গোছল করিয়ে ও জানাজা দিয়ে পটুয়াখালী পাঠানো হয়। সেখানে তাকে দাফন করা হয়।
বিশিষ্ট জনদের ধারণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মিলন ও শিশু সহ অনেক নিরীহ মানুষ মারা গেছেন। এই বিষয়গুলো নিয়ে সরকারকে আরো দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে এবং যে সকল এলাকায় নিরীহ মানুষ মারা গেছেন সেই বিষয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ বলেও মনে করেন তারা।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, মিলন অত্যন্ত ভালো মনের মানুষ। তিনি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন মাছের বাজারে মাছ বিক্রি করতো। ঘটনার দিন সকালে সে মাছ কেনার উদ্দেশ্য চিটাগাং রোড এলাকায় যায়। পরে খবর আসে সে নিহত হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। এ ঘটনায় তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর বিচার দাবি করেন ।
নিহত মিলনের ছোট ভাই মুছা জানায়, আমার ভাইয়ের কি অপরাধ যে, তাকে গুলিতে নিহত হতে হলো। আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার ভাইয়ের নিহতের বিচার দাবি করছি।
তবে ওই দিন এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবুবকর সিদ্দিক কে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেননি।
এরপর চিটাগাং রোড এলাকায় ডিউটিরত একজন অফিসারের সাথে কথা বললেও তিনি জানেন না বলে জানিয়েছেন।
Leave a Reply