নারায়ণগঞ্জ প্রতিদিন:
বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। দিন রাত ২৪ ঘন্টা জমজমাট থাকে সৈকতের প্রত্যেকটি পয়েন্ট। তবে সুগন্ধা ও লাবনী পয়েন্টে সবচেয়ে বেশি দর্শানারথীর চোখে পড়েছে। গত বৃহস্পতিবার থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন এলাকা থেকে ভ্রমন পিপাসু মানুষদের বীর লক্ষ করা গেছে।
এ ভীড়ের বিষয়ে একাধিক পর্যটকদের সাথে কথা বলে জানা গেছে, পবিত্র আশুরা উপলক্ষে গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত একটানা ৩ দিনের ছুটি পাওয়ায় এ সুযোগটি সৃষ্টি হয়েছে। এই লম্বা ছুটির কারনে দূর দূরান্ত থেকে ভ্রমন পিপাসু মানুষ কক্সবাজার সমুদ্র সৈকতকে স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য বেছে নিয়েছে।
একই সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতের দায়িত্বে থাকা ট্যুরিস্ট পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকত বিস্তিন্ন এলাকা জুড়ে প্রাকৃতিক সৌন্দর্য ছড়িয়ে থাকায় সবাই এখানে ঘুরতে এসে আনন্দ উপভোগ করতে পারেন। তবে এবার ছুটি বেশি পাওয়ার ভীড় একটু বেশি। তাছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার হওয়ার কারনে দর্শনার্থীরা এখানে আসতে স্বাচ্ছন্দ বোধ করেন।
Leave a Reply