বৃহস্পতিবার, ডিসেম্বর ২১, ২০২৩




পটুয়াখালী—১ আসনে জাপা প্রার্থীর প্রচারনায় নেই আ’লীগ

নারায়ণগঞ্জ প্রতিদিন:

দ্বাদশ জাতীয় নির্বাচনী প্রতীক বরাদ্দের দুই দিন পর গতকাল বুধবার এলাকায় ফিরেছেন পটুয়াখালী—১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় পার্টির (জাপা) কো—চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার। দুপুরে মির্জাগঞ্জে ইয়ার উদ্দিন খলিফা সাহেবের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন তিনি। তবে প্রচারণায় জেলা আওয়ামী লীগের নেতাদের দেখা যায়নি।
স্থানীয় লোকজন বলেন, এই আসনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে আর কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন অনেকটাই নিরুত্তাপ হয়ে পড়েছে।
আওয়ামী লীগের নেতা—কর্মীরা বলেন, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলা নিয়ে পটুয়াখালী—১ নির্বাচনী এলাকা। জেলায় আসনটির গুরুত্ব সবচেয়ে বেশি। তাই সব দলই এ আসন ধরে রাখতে চায়। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেনকে। তবে জোটের কারণে আসনটি জাপার রুহুল আমিন হাওলাদারকে ছেড়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ১৭ ডিসেম্বর দলীয় প্রার্থী মো. আফজাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
দলীয় সূত্রে আরও জানা যায়, ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিয়েছিল। ২০১৮ সালে নির্বাচনে আওয়ামী লীগ তাঁদের এই আসন ফিরে পেলে নৌকা প্রতীকে নির্বাচিত হন এডভোকেট মো. শাহজাহান মিয়া। তার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষনা করেন নির্বাচন কমিন। এরপর সেখানে আওয়ামী লীগের দরীয় মনোনয়ন দেয়া হয় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 3 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

এই ক্যাটাগরীর আরো খবর