নারায়ণগঞ্জ প্রতিদিন রিপোর্ট:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সাথে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ৩০০ আসনের মধ্যে ২৩ টি আসনের তালিকা প্রথমিক ভাবে ঘোষণা করা হয়।
বৈঠকের যাদের নাম চূড়ান্ত করা হয়েছে তারা হলেন, রংপুর-৩ জিএম কাদের, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারি, ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, পটুয়াখালী-১ জাপার কো-চেয়ারম্যান এবিএম র’হুল আমিন হাওলাদার নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা, ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন, কিশোরগঞ্জ-৩ মো. মুজিবুল হক চুন্নু, নারায়ণগঞ্জ-৫ এ কে এম সেলিম ওসমান, বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ, বরিশাল-৬ নাসরিন জাহান রত্না, সুনামগঞ্জ-৪ পীর ফজলুর রহমান, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, ঢাকা-৬ কাজী ফিরোজ রশিদ, নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান, ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-২ পনিরউদ্দিন আহমেদ, লালমনিরহাট-৩ আসনে জাহিদ হাসান, রংপুর-১ (গঙ্গাচড়া) আসিফ শাহরিয়ার, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আনিসুল ইসলাম মন্ডল, কুড়িগ্রাম-১ একেএম মোস্তাফিজুর রহমান, দিনাজপুর-৪ আসনে মোনাজাত চৌধুরী, পিরোজপুর-৩ মাশরেকুল আলম রবি।
এছাড়া সিদ্ধান্তের অপেক্ষায় আছেন, সাতক্ষীরা-১ আসনে সৈয়দ দিদার বখত ও খুলনায়-৬ আসনে শফিকুল ইসলাম মধু, হবিগঞ্জ- ১ মুনিম চৌধুরী বাবু, ময়মনসিংহ-৫ সালাউদ্দিন আহমেদ মুক্তি, জামালপুর-২ মোস্তফা আল মাহমুদ ও শেরপুর-১ মাহমুদুল হক মনির নাম। ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ অথবা ৩ আসনে অ্যাড রেজাউল ইসলাম ভূঁইয়ার আসন।
Leave a Reply